নেত্রকোণা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অর্ধশততম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতা উদ্ধোধন এবং পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ক্রীড়াবিদ কামরুন্নেছা আশরাফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শীতাংশু কুমার ভদ্র, উপাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, প্রফেসর শামসুন্নাহার খানম এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার নেত্রকোণা জেলা প্রেসক।রাব সম্পাদক শ্যামলেন্দু পাল। প্রতিযোগিতার মধ্যে ছিল, দৌড়, লাফ, দাবা, ব্যাডমিন্টন, রিলে দৌড়। কলেজের দুই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।