মদনে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-৩৮

 মদন প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে নেত্রকোণার মদন উপজেলার আলমশ্রী গ্রামে বুধবার দুপুরে দু-পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ৩৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিমা, সজিত,আল্লাদ, আখির,হৃদয়,আমিনুল হক, ববিতাকে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত মাজাহারুল, আব্দুল হেলিম,আমিন ভূইয়া, স্বপন ভূইয়া, বিদ্যা মিয়া, শাহজাহান, রুবেল,নেহারা, রিমা, সাফায়েত, জজ মিয়াকে মদন ও কামরুল, রানা, বাচ্চু কামাল,রোপন,ফারুক,শাহানা,জ্যোৎ¯œা ও অলি কে পাশের উপজেলা তাড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সলিম উদ্দিন, শাপলা, সেলিম, ডিপজল, দেলোয়ার, জেসমিন, জয়নাল, এমদাদুল, সোহাগ, অজন্তা, গর্ভবতী সাকিয়া স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আলমশ্রী গ্রামের বেবুল মিয়া ও কামরুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হামলা,লুটপাটসহ বিভিন্ন ঘটনায় ১৫/২০ টি মামলা রয়েছে। এরই জের ধরে বুধবার দুপুরে কামরুল গ্রুপের লোকজন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বিবুল গ্রুপের হায়দার মিয়ার বাড়িতে হামলা চালালে দু-পক্ষের মধ্যে ঘন্টা ব্যাপি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে হায়দারের স্ত্রী রাকিবা আক্তার জানান, কামরুল গ্রুুপের লোকজন আমাদের চার বসত ঘর ও বাজারের ১০ টি দোকানে হামলা করে ভাংচুর,লুটপাট করে টাকা ও মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে মদন থানার ওসি (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, আলমশ্রী গ্রামে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।