উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণায় ৩০ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা

বিশেষ প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নেত্রকোণায় নয়টি উপজেলা চেয়ারম্যান পদে ৩০ জন, ভাইস চেয়ারম্যান ৫৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার শেষ দিনে স্বস্ব উপজেলা ছাড়াও জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে ওই সব প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়া দলটির একাধিক বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। তবে বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন দাখিলের খবর পাওয়া যায়নি।

জেলা রির্টানিং ও নির্বাচন কর্মকতার কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক তফসীর উদ্দিন খানসহ দুই জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে চারজন, বারহাট্টায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ গোলাম রসুল তালুকদারসহ তিনজন, ভাইসচেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ছয়জন, কলমাকান্দায় আওয়ামী লীগের মনোনীত প্রাথী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক তালুকদারসহ দুই জন, ভাইস চেয়ারম্যান পদে আট জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্ইুজন, দুর্গাপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. এমদাদুল হক খানসহ ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন, মদনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানসহ তিনজন, ভাইসচেয়ারম্যান পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, মোহনগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ ইকবালসহ তিনজন, ভাইসচেয়ারম্যান পদে ছয়জন, মহিলা ভাইস চেয়ারম্যান চারজন, খালিয়াজুরিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কিবরিয়া জব্বারসহ সহ দুই জন, ভাইসচেয়ারম্যান আটজন, মহিলা ভাইস চেয়ারম্যান হেপি রায়, পূর্বধলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ সাতজন, ভাইস চেয়ারম্যান সাতজন, মহিলা ভাইস চেয়ারম্যান পাঁচজন এবং কেন্দুয়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামসহ দুইজন, ভাইসচেয়ারম্যান পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।