
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেত্রকোণা জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক কমরেড মোস্তফা কামালের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মোস্তফা কামাল স্মারক বক্তৃতা ও স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে।
শনিবার রাতে শহরের অজহর রোড এলাকায় উদীচী কাযালয়ে স্মারক গ্রন্থ প্রকাশনা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। গ্রন্থটিতে ৭১ বিশিষ্টজনদের লেখা স্থান পায়। ‘অধ্যাপক মোস্তফা কামাল: সমসাময়িক রাজনীতি’ শীর্ষক স্মারক বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। মোস্তফা কামাল গত বছরের ৩০ জানুয়ারি রাত নয়টার দিকে শহরের পূর্বকাটলি এলাকায় তাঁর নিজ বাসায় অধ্যয়নরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।