
বিশেষ প্রতিনিধি: রোটারী ক্লাব অব ঢাকা, সেন্ট্রাল রোটারী জেলা-৩২৮১, বাংলাদেশের উদ্যোগে ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের সহযোগিতায় রবিবার নেত্রকোণার কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা বিএনএসবি চক্ষু হাসপাতালের আহবায়ক মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন করেন সাবেক সেনা প্রধান লেঃ জেনারেল এম হারুন-অর-রশিদ (বীর প্রতিক)। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোণা সদর উপজেলার সাবেক কমান্ডার আইয়ুব আলী, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাফিজুর রহমান খান, অবসরপ্রাপ্ত ব্যাংকার মোঃ সিরাজ উদ্দিন, অধ্যাপক আহমেদ শরীফ মামুন ও ক্যাম্প অর্গানাইজার আব্দুল হাকিম প্রমূখ।
নেত্রকোণা বিএনএসবি চক্ষু হাসপাতালের আহবায়ক মতিউর রহমান তালুকদার জানান, চক্ষি শিবিরে আগত দুস্থ ও হত-দরিদ্র রোগীদের বাছাই করে ছানী পড়া রোগীদের ময়মনসিংহ ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন এবং চশমা প্রদান করা হবে।