ময়মনসিংহ সরকারি মহিলা টিচার্স ট্রেনিং কলেজে অভিভাবক সমাবেশ

দেলোয়ার হোসেন ময়মনসিংহ: ময়মনসিংহ সরকারি মহিলা টিচার্স ট্রেনিং কলেজের বি.এড অনার্স কোর্সের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের গুনগত মান বৃদ্ধি ও সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, কলেজের উপাধ্যক্ষ রেজাউল হক।

এ সময় বিভিন্ন সেশনের শিক্ষার্থী ছাড়াও অভিভাবকরা অংশ নেয়। মূলত; শিক্ষার্থীদেরকে ক্লাস এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতেই অভিভাবক ও শিক্ষকতা পেশায় নারীদের আগ্রহ বৃদ্ধির পাশাপাশি তাদের দক্ষ ও আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলার অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে, নিয়ে এ সমাবেশের আয়োজন করে ময়মনসিংহ সরকারী টিচার্স ট্রেনিং কলেজ কর্তৃপক্ষ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।