কলমাকান্দায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় সারাদেশের ন্যায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে  কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে শুন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ায় দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন  আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. জাকির হোসেন ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল মামুন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাস, মো. আতিকুর রহমান প্রজেক্ট অফিসার (কেয়ার) , ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মো. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য সহকারি নিলয় সাহা প্রমূখ।

একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ও ৮টি ইউনিয়নের প্র্রত্যেকটি টিকাদান কেন্দ্রও জনসমাগম স্থানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুন্য থেকে ৫বছর বয়সী শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।