উপজেলা পরিষদ নির্বাচনে কলমাকান্দায় বিজয়ী হলেন যারা

কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার বিপুল ভোটে জয় লাভ করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রোববার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ৫৪টি কেন্দ্রে সকাল ৮ টা হতে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। উপজেলার মোট ১ লাখ ৯১ হাজার ৪০৮ জন ভোটারের মধ্যে ৬১ হাজার ১৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৮৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে মো. মিজানুর রহমান মিজান ১৯ হাজার ৭১ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসী প্রতীক নিয়ে আফরোজা বেগম ২৬ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক ফজলু ১৯ হাজার ৮৮৮ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে নিকটতম প্রতিন্দ্বন্দ্বী মো. হাবিবুর রহমান হাবিব চশমা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫ হাজার ৮৭৮ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুমকুম নকরেক ফুলবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২১হাজার ৮৭৩ ভোট।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।