জাতীয় গ্রন্থাগার দিবসে স্মারক সন্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল

বিশেষ প্রতিনিধি : জাতীয় গ্রন্থাগার দিবসে ৫০ বছর কৃতিত্বে সাথে সাংবাদিকতায় অবদানের জন্য শ্যামলেন্দু পালকে স্মারক সম্মাননা প্রদান করেছে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের (এআরএফবি)। মঙ্গলবার বিকালে সাকুয়াস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সম্মানা প্রদান অনুষ্ঠিত হয়।
সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি আলী আমজাদ মাস্টারের সভাপতিত্বে এআরএফবি চেয়ারপার্সন দিলওয়ার খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চল্লিশা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোক সাহিত্য গবেষক মুক্তিযোদ্ধা গোলাম এরশাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সোহেল রেজা, সুস্থির সরকার, ইউপি প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক দিলুয়ারা বেগম, ইউপি সদস্য মঞ্জুরুল হক, গ্রন্থগার ইনচার্জ মিলন খান, ফজলে রাব্বী ও গোলাপ মিয়া প্রমূখ। অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৫০ বছর সাংবাদিকতার দায়িত্ব পালন করায় আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পালকে জাতীয় গ্রন্থগার দিবস’২০১৯ স্মারক সন্মাননা প্রদান করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।