
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরীর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের উদ্যোক্তাদের জন্য ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, ইউএনডিপির জেলা ফ্যাসিলিটের মোঃ আব্দুর রাজ্জাক, খালিয়াজুরী উপজেলার পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম,ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। কর্মশালায় খালিয়াজুরী উপজেলার পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সকল ইউপি চেয়ারম্যান, সকল প্রতিনিধি এবং সচিব উদ্যোক্তারা অংশ নেন।