
বিশেষ প্রতিনিধি: সোমবার মধ্যরাতে বয়োবৃদ্ধ,স্বামী সন্তান হারা,প্রতিবন্ধী ও দরিদ্র মানুষ মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খানসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী।
শহরের কোর্ট স্টেশন, বড় স্টেশন সহ বেশ কয়েকটি এলাকায় পঞ্চাশ জন শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম শুভ্র,মুন্না,করিম,ইব্রাহিম,লুফতুর ও পিয়াস উপস্থিত থেকে শীর্তাতদের মাঝে বস্ত্র বিতরণ করে।
জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান বলেন,মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য। এসব খেটে খাওয়া দরীদ্র মানুষগুলোর মুখে সামান্য হাসি ফুটাঁনোর জন্যই আমাদের এই উদ্যোগ। এধরণের কাজ ভবিষ্যতের অব্যাহত থাকবে বলে জানান এই ছাত্রলীগ নেতা। মানবিক সেবার লক্ষে আমি/আমরা একজন ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হিসেবে এধরণের কাজে বলিষ্ট ভূমিকা পালন করি এবং করবার চেষ্টা করি। নেত্রকোণা জেলা ছাত্রলীগকে এক অনন্যা উচ্চতায় নিয়ে যেতে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করি।