
বিশেষ প্রতিনিধি: জাতীয় গ্রন্থাগার দিবস (২য়তম) উপলক্ষে মঙ্গলবার নেত্রকোণায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
জেলা সরকারি গণ গ্রন্থাগারের উদ্যোগে বেলা ১১ টায় জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গন থেকে র্যালি শুরু হয়ে সড়ক প্রদক্ষিন শেষে গ্রন্থাগার অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাম্মাৎ সাবিহা সুলতানা। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, নেত্রকোণা সরকারি কলেজের অধ্যাপক আবু সাঈদ,অধ্যাপক গোলাম মোস্তফা এবং নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।