আটপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

আটপাড়া প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়ায় উপজেলা খেলার মাঠে প্রশাসন কর্তৃক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে জেলা প্রশাসক মঈনউল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় বানিয়াজান সদর ইউনিয়ন একাদশ ও লুনেশ্বর ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। এছাড়া স্বরমুশিয়া ইউনিয়ন একাদশ, শুনই ইউনিয়ন একাদশ, তেলিগাতী ইউনিয়ন একাদশ, দুওজ ইউনিয়ন একাদশ, সুখারী ইউনিয়ন একাদশ ও উপজেলা প্রশাসন একাদশসহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আ’লীগ সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাসুদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ ফেরদৌস, অফিসার ইনচার্জ মো: আলী হোসেন পিপিএম, বানিয়াজান ইউ.পি চেয়ারম্যান আ’লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউ.পি চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।