
বিশেষ প্রতিনিধি: আইজিপি ব্যাজ পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুর সার্কেলের র্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক।
২০১৮ সালে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বিশেষ অবদানের জন্য তাকে এ ব্যাজ দেয়া হয়।
গতবছর দুর্গাপুর-কমলাকান্দা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ মাদক ও বিভিন্ন মামলার রহস্য উন্মোচনে দক্ষতার পরিচয় দেন তিনি। এছাড়া তিনি কয়েকবার ময়মনসিংহ রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ এএসপি পুরস্কারও পেয়েছেন।
শাহ্ শিবলী সাদিক বলেন, দুর্গাপুর এবং কলমাকান্দার পুলিশ সদস্যদের সর্বাত্মক সহযোগিতায় আমি আইজিপি ব্যাজ পুরস্কার পেয়েছি। সিনিয়ার স্যারদের দিক নির্দেশনা, সাংবাদিক ভাইদের ও দুই থানার জনগণের সহযোগিতা আমাকে উজ্জীবিত করেছে। আমি এ ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো।