SDG_4 অর্জনে ত্রিশালে স্কুলে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি: SDG_4 অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে ময়মনসিংহে স্কুলে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে শিক্ষা বিভাগ। সকালে ত্রিশাল উপজেলার দরিরামপুর সরকারি প্রাথমিক স্কুলে এ কাযর্ক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ময়মনসিংহ বিভাগের উপপরিচালক আনোয়ার হোসেন।

উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন। পরিস্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মতভাবে প্রাথমিকে মানসম্মত শিক্ষা নিশ্চিতে এ কার্যক্রম চালানো হবে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।