
পূর্বধলা প্রতিনিধি: ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে জাতীয় পর্যায়ের নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের ঐতিহ্যবাহী পূর্বধলা জে এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) আনন্দ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আনন্দ মিছিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিকুল বারী।
আলোচনা শেষে আনন্দ মিছিলে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, শরীরচর্চা শিক্ষক মেহেদী হাসান জাহাঙ্গীরসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
উল্লেখ্য গত ২২ জানুয়ারী সারাদেশে ৪টি অঞ্চলের চ্যাম্পিয়নদের নিয়ে চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা শুরু হয়। খেলায় ২২জানুয়ারী চট্টগ্রাম অঞ্চলকে ২৪ রানে, ২৩ জানুয়ারী খুলনা অঞ্চলকে ৬ উইকেটে ও ২৪ জানুয়ারী বৃহস্পতিবার রাজশাহী অঞ্চলকে ৭৪ রানে হারিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।