
কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণা জেলায় কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৩১জানুয়ারি) বিকালে ডুবিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়খাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরদল ক্লাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বারোশো কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল উপকরণ (টিফিন বক্স) বিতরণ করা হয়েছে।
মিড ডে মিল উপকরণ (টিফিন বক্স) বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
ডুবিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনি রানী সাহা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন – উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ ফারুক হোসেন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি ইউএনও তার বক্তব্যে বলেন -প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুরা পড়ালেখার উদ্দেশ্যে দিনের উল্লেখযোগ্য সময় বিদ্যালয়েই অতিবাহিত করে। অনেক সময় শিশুরা না খেয়ে বিদ্যালয়ে আসে এবং সারাদিন অনাহারে থেকে যখন বাড়িতে যায় তখন পড়ায় আর মন বসে না। আবার অনেক শিশু দুপুরে খাবার খেতে বাড়িতে যায় যাদের অনেকেই আর বিদ্যালয়ে ফিরে আসে না।
সরকার বিদ্যালয়ে ভর্তি প্রায় শতভাগ নিশ্চিত করেছে। উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। কমেছে ঝরে পড়ার হারও। কিন্তু দেশের ভবিষ্যত এই শিশুদের স্বাস্থ্য বিকাশ ও পুষ্টি সাধন যথাযথভাবে না হলে মানসম্মত শিক্ষাগ্রহণে তারা আগ্রহ হারিয়ে ফেলবে। বিদ্যালয়ে পাঠগ্রহণে তারা মনোনিবেশ করবে না। এজন্য মিড ডে মিলের বিকল্প নেই।
এ বছর উপজেলায় পর্যায়ক্রমে প্রাথমিক বিদ্যালয় এর সকল কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হবে।