মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করেছেন শহীদ ইকবাল

মাসুম আহম্মেদ,মোহনগঞ্জ থেকে : আওয়ামীলীগ সরকারের উন্নয়নকে অব্যাহত রাখার প্রতিশ্রূতি দিলেন মো: শহীদ ইকবাল। আসন্ন উপজেলা নির্বাচনে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একমাত্র মনোনয়ন সংগ্রহ করেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শহীদ ইকবাল। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি লতিফুর রহমান রতন তার হাতে মনোনয়ন তুলে দেন। জন নন্দিত সাবেক এই উপজেলা চেয়ারম্যান মোহনগঞ্জের দেওথান গ্রামের মুক্তিযোদ্ধা মৃত: আব্দুল ওয়াহেদের একমাত্র পুত্র। তিনি মাইলোড়া স: প্রা: বিদ্যালয়ের ৫ম শ্রেনী, মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চবিদ্যালয়ে এস এসসি ও মোহনগঞ্জ ডিগ্রী কলেজ থেকে বি এ পাস করেন। ৮৩/৮৪ সালে ছাত্রলীগের স্কুল সভাপতি মোহনগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র সংসদের জিএস ,ও ৯৩ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতি দুই মেয়াদে ২০০৩ সাল পর্যন্ত ও ২০০৩ সাল থেকে মোহনগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অদ্যবদী দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০০৪ সালে মোহনগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও ২০০৯ সালে মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আব্দুল মমিন স্মৃতি পরিষদ ও ডা. আখলাকুল হোসাইন মেমোরিয়াল ট্রাস্ট এর উপদেষ্টা। তৃণমূল নেতাকর্মী ও হাওরাঞ্চলের সাধারণ মানুষের প্রাণ প্রিয় ব্যাক্তি শহীদ ইকবাল। তিনি তাঁর রাজনৈতিক অবিভাবক মরহুম আব্দুল কদ্দুছ আজাদ ও বড় ভাই লতিফুর রহমান রতন এবং সকল নেতাকর্মী ও শোভাখাঙ্খীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারো সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার জন্য উপজেলা নির্বাচনে তাকে নির্বাচিত করতে মোহনগঞ্জ উপজেলার সর্বস্থরের মানুষের প্রতি আহ্বান জানান।ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ভাইস চেয়ারম্যান পদে মো: ওয়াজ উদ্দিন, বাবু দীলিপদত্ত,কামরুজ্জামান,আবুল খায়ের মিলন, মো: উমর ফারুখ,মোরাদ চৌ, ও মহিলা ভাইস চেয়ারম্যন শান্তা আকন্দ, জাকিয়া সুলতানা, কামরুন্নাহার বুলবুল,মরুনা আক্তার নাছিমা আক্তার লিপি

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।