
কলমাকান্দা প্রতিনিধি: “কৈশর সুরক্ষায় হব সচেতন” এ প্রতিবাদ্য সামনে রেখে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ব্র্যাক শিলা কর্মসূচি এডিপি’র আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কিশোর কিশোরী মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভায় জেলা ব্র্যাক প্রতিনিধি প্রবাল কুমার সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। ব্র্যাক কর্মকর্তা মো. আ: রউফ এর সঞ্চালনায় ” কৈশর সুরক্ষায় হব সচেতন ” এর এর আলোকে বক্তব্য রাখেন কলমাকান্দা থানার ওসি মোঃ মাজহারুল করিম, ব্র্যাক ম্যানেজার শিক্ষা মো. হেদায়েত উল্লাহ, ইউপি’র চেয়ারম্যান একেএম হাদিউজ্জামান হাদিস, মোঃ মাহফুজুর রহমান, মোঃ রবিউল আলম, মোঃ মহসিন আলী ও নারী নেত্রী ফারহানা আক্তার প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও ব্রাক কিশোরী ক্লাবের সদস্য বৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।