কেন্দুয়ায় ঋতু প্রকল্পের মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় স্কুলে ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থা বিষয়ক সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সাথে এক মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (র্ডপ) ঋতু প্রকল্পের আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত সাবাহ্, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল আলম ভূইয়া, মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ, জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (র্ডপ) ঋতু প্রকল্পের ম্যানেজার আহমেদ হোসেন, ঋতু প্রকল্পের স্কুল এন্ড কমিউনিটি মবিলাইজার জাহাঙ্গীর আলম, পারভীন আক্তার প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।