নেত্রকোণা পৌর পরিষদের ৩য়বর্ষ পূতি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা পৌর পরিষদের ৩য় বর্ষ পূতি উপলক্ষে আলোচনা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা পৌর সভার নির্বাহী প্রকৌশলী ও বাংলাদেশ পৌর কর্মকর্তা/কর্মচারী র্সাভিস এসোসিয়েশন নেত্রকোণা জেলা শাখার সভাপতি কাজী নুরন নবীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম হাওলাদার মিলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর সভার উন্নয়নের রুপকার পৌর সভাকে আধুনিকায়ন করার কারিগর পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, প্যানেল মেয়র-১ আমীর বাশার প্রমুখ।
এ সময় পৌর সভার কাউন্সিলর,কর্মকর্তা/কর্মচারী,সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গগণ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।