
বিশেষ প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণায় পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশের আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
পরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নেতৃত্বে নেত্রকোণার একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম,জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান,পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম কামরুল হাসান শাহীন, নেত্রকোণা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ, টেনিস ক্লাব সম্পাদক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, প্রবীণ শিক্ষক ছায়েদুর রহমান, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সম্পাদক এম,মুখলেছুর রহমান খান প্রমূখ।