পূর্বধলায় পুলিশ সেবা সপ্তাহ পালিত

পূর্বধলা প্রতিনিধি: পুলিশ ও জনগণের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে সারাদেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলা থানা পুলিশের উদ্যোগে রবিবার পালিত হয়েছে পুলিশ সেবা সপ্তাহ।
এ উপলক্ষ্যে সকালে পূর্বধলা থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. বিল্লাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান মিজান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বি আর ডিবি’র চেয়ারম্যান মোতাহার হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, উপজেলা যুব লীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।