বারহাট্টায় আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

মামুন কৌশিক, বারহাট্টা থেকে: বারহাট্টা সিকেপি সরকারি পাইলট হাই স্কুলের মাঠে শনিবার বারহাট্টা উপজেলার আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠান পরিচালনা করেন ওই সহকারি শিক্ষক মানস গুণ ও ডালিয়া আক্তার। এতে প্রতিটি ইউনিয়ন থেকে দুটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। প্র্রধান অতিথি ফরিদা ইয়াসমিন বড়দল ও ছোট দলের মধ্যে বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন। উপজেলা থেকে বিজয়ী দল জেলা শহরে গিয়ে বারহাট্টা উপজেলার হয়ে অংশ গ্রহণ করবে বলে জানান উদ্যাক্তাগণ।
সমাপনী বক্তৃতায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, খেলাধুলা হল সুস্থ মানসিক বিকাশের অন্যতম মাধ্যম তাই মানসিক বিকাশের জন্য শিশুদের খেলাধুলা করা প্রয়োজন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।