
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুরে মাদক, অপরাধ দমনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন বিষয়ে মাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান।
এ বিষয়ে শুক্রবার বিকেলে ওসি মিজানুর সাংবাদিকদের জানান, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা ও বিশেষ মত বিনিময় সভায় সম্মননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী , পুলিশ সুপার আশরাফুল আলম সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ওসি মিজান দুর্গাপুরে মাদক, অপরাধ দমনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সকলের সহযোগিতা কামনা করেছেন।