
দেলোয়ার হোসেন ময়মনসিংহ: ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ রেলস্টেশন থেকে এক নারীসহ ৪ জঙ্গীকে আটক করেছে র্যাব-১৪। আটককৃত চার জঙ্গীরা হলেন- ১। সিয়াম আল মমাহমুদ (১৯), ২। নাসরি আক্তার ( যোয়াইরা (২১), ৩। মো: শাহীন ইসলাম ( মাহবুব ইসলাম),৪. মো: শাখাওয়ত কিরম (৩৬) দেরকে আটক করা হয়।
আজ র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃতরা ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে জেহাদি কার্যক্রম পরিচালনা করে আসছে। হিজরত কার্যক্রমের অংশ হিসেবে তাদের দলে লোক সংগ্রহ করার জন্য ময়মনসিংহে চারজন একত্রিত হয়। গতকাল রাতে রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন জেহাদি বই, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের মধ্যে সিয়াম আল মাহমুদের বাড়ি ময়মনসিংহ শহরে। সে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র বলে জানা য়ায়। বাকিদের সাথে স্যোসাল মিডিয়ায় পরিচিত হয় বাকি তিন সদস্যের।
র্যাব-১৪ অধিনায়ক, লে.কর্ণেল ইফতেখার উদ্দিন, বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জঙ্গী কার্যক্রমের সাথে জড়িত বলে স্বীকার করেছেন।