বাউল সাধক রশিদ উদ্দিনের ১৩০তম জন্মদিনে নেত্রকোণায় আলোচনা ও বাউল গানের আসর

বিশেষ প্রতিনিধি : “মানুষ ধর মানুষ ভজ, শুন বলিরে পাগল মন, মানুষের ভেতর মানুষ, করিতেছে বিরাজন” এই বিখ্যাত গানের গীতিকার, সুরকার ও শিল্পী বাউল সাধক ও মালজোড়া  বাউল কবি রশিদ উদ্দিন-এর ১৩০ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে তার জন্মস্থান নেত্রকোনা পৌর এলাকার বাহির চাপড়া গ্রামে মাজার প্রাঙ্গণে আলোচনা সভা ও মালজোড়া বাউল গান অনুষ্ঠিত হয়।
বাউল কবি রশিদ উদ্দিন স্মৃতি সংসদ ও মাজার কমিটি ২৩ জানুয়ারী রাত ৮টায় এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাউল কবি রশিদ উদ্দিনের পুত্র আবু আনসার কালা মিয়ার সভাপতিত্বে সোহেল রানার পরিচালনায় আলোচনা সভায় বাউল সাধক রশিদ উদ্দিনের কর্মময় জীবন ও বাউলীয়ানা সম্পর্কে বিশদ আলোচনা করেন গবেষক রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা ও শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল। সারারাত বাউল গান পরিবেশন করেন অন্ধ বাউল শিল্পী সিরাজ উদ্দিন খান পাঠান, আজাদ মিয়া, বশির সরকার, গোলাম মওলা, উমেদ আলী, খাদিজা ভান্ডারী, আলমগীর সরকারসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীবৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।