
বিশেষ প্রতিনিধি : কর্ম ক্ষেত্রে সফলতার সাক্ষর রেখে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল নবম বারের মতো জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এসপি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি কাজের স্বীকৃতি স্বরূপ জুয়েলকে ক্রেষ্ট, সম্মাননা সনদ ও আর্থিকভাবে পুরষ্কৃত করেন।
এ সময় পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দায়িত্বে থাকা পুলিশ সুপার এস. এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান প্রমূখ।
এরআগে পুলিশ সুপার কার্যালয়ে মাদক, জুয়া ও জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার দশ থানার কর্মকর্তারা যোগ দেন।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা সন্তান অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল চলতি বছরের ২৫ জানুয়ারি, জেলা পুলিশের সদর সার্কেল অফিসার হিসেবে যোগ দেন। এরপর থেকে তিনি মাদক, জুয়া, সন্ত্রাসী কর্মকান্ড তথা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।