দুর্গাপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি বাবুল সম্পাদক খোকন

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি নির্মলেন্দু সরকার বাবুল ও টানা ৬ষ্ঠ বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন।
সাংবাদিক নিতাই চন্দ্র সরকার, সাংবাদিক পল্টন হাজং ও ডা. কামরুল ইসলাম এর পরিচালনায় ভোট গ্রহনের মাধ্যমে ৯সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে ১৮জন সদস্য তাদের ভোটধিকার প্রয়োগ করেন। কমিটির অন্যান্য সদস্যগনের মধ্যে যারা কন্ঠভোটে নির্বাচিত হয়েছেন, সহ:সভাপতি মো. মোহন মিয়া (সংবাদ), সহ:সম্পাদক ধ্রুব সরকার (ইত্তেফাক), অর্থ সম্পাদক পল্টন হাজং (ভোরের অপেক্ষা), সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র সরকার (ভোরের কাগজ), সম্মানীত সদস্য সাহাদাত হোসেন সরকার (দৈনিক ঢাকা), এস.এম রফিকুল ইসলাম রফিক (আমাদের নতুন সময়), রাখী দ্রং (আজকের বাংলাদেশ)।
দুর্গাপুর প্রেসক্লাবের এই নির্বাচনকে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, দুর্গাপুর পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, কলামাকান্দা প্রেসক্লাব, উপজেলা শিক্ষক সমিতি, স্থানীয় এনজিও সমন্বয় পরিষদ, উপজেলা শিল্পকলা একাডেমী, জলসিঁড়ী প্রাঙ্গন, উদীচী দুর্গাপুর, মানব কল্যানকামী অনাথালয়, দুর্গাপুর বনিক সমিতি অভিনন্দন জানিয়েছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।