
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর পৌরসভায় দুই বছর যাবত প্রতিদিন বালু ভর্তি প্রায় দেড় হাজার ট্রাক যাতায়াত করায় পৌরবাসী চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।
ট্রাক ভর্তি ভেজা বালু বুঝাই করে নিয়ে যাবার সময় বালুর উপরে কোন ত্রিপাল দিয়ে ডেকে না দেয়ায় পথচারীদের দূর্ভোগ বাড়ছে। বাতাসে স্কুল কলেজের শিক্ষার্থীদের চোখে বালি পড়ে। একারণে মারাত্বক সমস্যায় পরেছেন পৌরবাসীও। পৌর শহর সদর উৎরাইল বাজার, বিরিশিরি, কাচারী মোড়, পুলিশের মোড়, দুর্গাপুর-নাজিরপুর মোড়, ধানমহাল, সুসং সরকারী কলেজ ও আলিয়া মাদ্রাসা মোড় সহ ব্যস্ততম তেরী বাজারের ঘনবসতি এলাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা শতশত বালু ভর্তি ট্রাক দাঁড়িয়ে থাকায় স্কুলগামী শিক্ষার্থী,সাধারণ যাত্রীরা মারাত্বক দূভোর্গের শিকার হচ্ছেন। এমনিতেই রাস্তার দুপাশের অলিগলিতে দোকানিরা রাস্তার উপর পণ্য সাজিয়ে বসেন। এছাড়াও রয়েছে রিক্সা, অটোরিক্স্রা, লড়ি, সিএনজি,টেলাগাড়ী, ভ্যানগাড়ী। বিভিন্ন মোড়ে মারাত্বক জ্যাম থাকায় যাত্রী সাধারণের চলাচলের কোন সুযোগ নেই। কাচারী মোড়ে সহকারী জজ আদালত, সরকারী হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক, মাদ্রাসা ও সরকারী উচ্চ বিদ্যালয়, মহিলা কলেজ রোড়ে এবং তেরী বাজার ঘনবসতি মহল্লা দিয়ে শত শত ট্রাক চলাচল করায় এলাকাবাসীদের নিয়মিত সমস্যায় পরতে হচ্ছে। ট্রাকের বিকট আওয়াজে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পরছেন। রোগী সহ ছোট ছোট শিশুরা ঘুমাতে পারছে না। জীবনের ঝুঁকি নিয়ে পৌরবাসী রাস্তা চলাচল করতে হচ্ছে। মাঝে মধ্যে মারাত্বক দূর্ঘটনাও ঘটে থাকে।
এবিষয়ে পৌর মেয়র হাজী আব্দুস সালাম জানান, পৌরসভা সংলগ্ন সোমেশ্বরীর পাড় ঘেষে বহু সরকারী জায়গা পরিত্যাক্ত রয়েছে। একটি বাইপাস সড়ক নির্মাণ করতে পারলে জনগণের দূর্ভোগ কমবে।