
মো: আসাদুজ্জামান খান সোহাগ: নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় মাসিক উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আটপাড়া উপজেলা পরিষদ হলরুমে মঙ্গবার সকাল ১১ টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় ১৫৯, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও আটপাড়া উপজেলা আইন শৃংখলা কমিটির মূখ্য উপদেষ্ঠা অসীম কুমার উকিল। উপজেলা নির্বাহী অফিসার মাসুদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অসীম কুমার উকিল। এছাড়াও আরও বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম, উপজো আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, আটপাড়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেনহ আইন, সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ ফেরদৌস, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান হীরা, সকল ইউ.পি চেয়ারম্যান বৃন্দ, শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। আইন শৃংখলা কমিটির এ সভায় সকল সরকারি কর্মকর্তা ও অতিথির বক্তব্যে অসীম কুমার উকিল তার বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কথা জানিয়ে সকলকে দুর্নীতিমুক্ত আটপাড়া উপজেলা গঠনে সহযোগিতার জন্য আহ্বান জানান। তিনি আইন শৃংখলা সভায় স্বাস্থ্য, শিক্ষা ও রাস্তা ঘাটের উন্নয়নসহ মাদক, জুয়া ও দুর্নীতি প্রতিরোধের জিরু টলারেন্স ঘোষণা করেন।