ফল আর্মিওয়ার্ম পোকা বাংলাদেশে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি

দেলোয়ার হোসেন ময়মনসিংহ: আমেরিকা মহাদেশের  মারাত্বক ক্ষতিকারক পোকা ফল আর্মিওয়ার্ম। ফসলের জন্য পৃথিবীব্যাপি একটি বিধ্বংসী পোকা হিসাবে পরিচিত এটি। আমেরিকা থেকে আফ্রিকায় প্রবেশ করে দূর্ভিক্ষের সৃষ্টি করে পর্যায়ক্রমে ভারত হয়ে এই পোকাটি সম্প্রতি প্রবেশ করেছে বাংলাদেশে। ফল আর্মিওয়ার্ম পোকাটি ভুট্টা, ধান, গম,কপি সহ প্রায় ৮০ টি ফসলে আক্রমন করে থাকে। তবে ভুট্টা ফসলে এর আক্রমণের হার সর্বাধিক।
পোকাটির কারনে  প্রথমেই ধ্বংশের মুখে পরবে দেশের ভুট্টা চাষ  এরপর ছড়িয়ে পরবে ধান গম সহ অন্যান্য ফসলেও। অল্প সময়ে দেশের খাদ্য নিরাপত্তায় হুমকি হয়ে দাড়াবে এই পোকা। এদিকে কৃষি বিভাগ বলছে  ফল আর্মিওয়ার্ম প্রতিরোধে সর্বচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছেন তারা। ফল আর্মিওয়ার্ম এতদিন দেখা যেতো  আমেরিকা বা কানাডাতে। ফসলের পাতা ও কান্ড খেয়ে শিশু অবস্থায়ই গাছের দফা রফা কর দেয় এই পোকা।
দিনে ১০০ কিলোমিটারেরও বেশি পাড়ি দিতে পারে। ২০১৭ সালে  আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি দেশে খাদ্য শস্য নষ্ট করে দূর্ভিক্ষেরও সৃষ্টি করে এই পোকাটি। শংকার কথা হচ্ছে ভারত হয়ে সম্প্রতি  বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ফল আর্মিওয়ার্ম। ইতি মধ্যেয় চুয়াডাঙ্গায় জেলায় ক্ষতিকারক পোকা ফল আর্মিওয়ার্ম এর উপস্থতি শনাক্ত করা গেছে।
বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের গবেষক কিটতত্ব বিভাগ, প্রফেসর, ড. খন্দকার শরিফুল ইসলাম,  বলছেন ফল আর্মিওয়ার্ম  পোকাটি দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাড়াবে। ভুট্টা, ধান, গম, সহ প্রায় ৮০ টি ফসলে আক্রমন করে থাকে এই পোকাটি ভুট্টা ফসলে এর আক্রমণের হার সর্বাধিক। তাই সরকারকে এর গরুত্ব বুঝে এখনি কৃষি ফসলের মাঠের উদ্যোগ নিতে হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।