
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা পৌর ভবনের সামনে বৃহস্পতিবার রাতে নেত্রকোণা বন্ধু আড্ডার পক্ষ থেকে মৎস্য কেক কেটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু-কে বরণ করেন আড্ডারুরা। এই আড্ডার প্রধান আড্ডারু ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
আড্ডারুদের ভালোবাসা জ্ঞাপন অনুষ্ঠানে নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় বিভিন্ন পেশা ও বয়সের আড্ডারুরা আড্ডায় অংশ নেন। এসময় বক্তব্যে আড্ডারু গণ বলেন, আড্ডা থেকে ভালো কিছু যে হয় তার এক বড় প্রমাণ আমাদের খসরু ভাই, তিনি সময় পেলেই এই আড্ডায় চলে আসতেন এবং সময় কাটাতেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন,আমি তোমাদের ভালোবাসায় অভিভূত,আমি সময় পেলে তোমাদের আড্ডায় আসতাম,আসবো কিন্তু এখন সময় কম পাবো, তবুও সময় পেলে আসবো এবং আশা করি এই আড্ডা থেকে সমাজে ভালো কিছুর আবির্ভাব হবে।
এসময় তিনি আরও বলেন, আমি আশা করবো যেকোনো জায়গায় আড্ডা হোক তবে আড্ডা হতে হবে মাদক মুক্ত, জুয়া মুক্ত তাহলেই আসবে আড্ডার সার্থকতা।
এই আড্ডায় আরো উপস্থিত ছিলেন মন্ত্রীপতœী দ্বীনা আশরাফ আড্ডারুদের স্ত্রী সন্তান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক ব্যবসায়ীসহ অনেকেই।