
নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার রাতে জেলার লালপুর ও বড়াইগ্রাম উপজেলার তিনটি স্পটে সাড়ে ৫শ’ শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল মামুন-অর রশিদ, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমুর দাস সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। লালপুর উপজেলার আজিম নগর রেলওয়ে স্টেশন এলাকার তিনশ’ জন এবং বড়াইগ্রাম উপজেলার পারকোল ও তিরাইল এলাকার ২শ’৫০ জন শীতার্তদের মাঝে এই কম্বলগুলো বিতরণ করা হয়।