মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কাজের গতি বাড়াতে কর্মকর্তাদের বদলির নির্দেশ প্রতিমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মন্ত্রণালয় এবং অধীনস্থ দফতর-সংস্থার গতিত্বরান্বিত করতে একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরত কর্মকর্তাদের আন্তঃডেস্ক রদবদলসহ বদলির নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি মাঠপর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক খামারসমূহের অব্যবস্থাপনা ও দুর্বলতাসমূহ চিহ্নিত করতে এবং নিয়মিত পরিদর্শন করতে সংশ্লিষ্ট ডিজিদের নির্দেশ দেন।

মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিখাতের পৃথক-পৃথক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর মাসিক পর্যালোচনাসভায় তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী সিলেটের কিছু খামারে আকস্মিক সফরের অভিজ্ঞতাপ্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশাল-বিশাল সরকারি পশু-প্রাণীর খামারগুলোর অপরিচ্ছন্ন পরিবেশ, অব্যবস্থাপনা ও দুরবস্থা গ্রহণযোগ্য নয়। তিনি অনতিবিলম্বে সারাদেশের খামারসংখ্যা এবং খামারসমূহের সম্পত্তির পরিমানসহ হালনাগাদ তথ্য-উপাত্ত পেশ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি খামারসমূহের অব্যবহৃত জমির যথাযোগ্য ব্যবহারের ওপর জোর দিয়ে বলেন, সরকারি মাল দরিয়া মে ঢাল-অবস্থা আর চলতে দেয়া যাবে না। তিনি নতুন-নতুন প্রকল্পের বদলে খামারভিত্তিক আধুনিকায়ন প্রকল্পের পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধিমূলক প্রকল্পগ্রহণেরও আহবান জানান।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে মন্ত্রণালয়ের ৩৬টি প্রকল্পের জন্য ১৬১৬ কোটি ৫০ লাখটাকার বাজেট বরাদ্দ হয়েছে, যা গত অর্থবছরের দ্বিগুণেরও অধিক। বিগত অর্থবছরে ৩৫টি প্রকল্পের জন্য এ বাজেটের পরিমান ছিল ৭৯২ কোটি ৫২ লাখটাকা। চলতি অর্থবছরের শুরু জুলাই মাসে ৩৬ প্রকল্পে ব্যয় হয়েছে ৭ কোটি ৫৫ লাখটাকা এবং বিগত অর্থবছরে এ ব্যয়ের পরিমান ছিল ২ কোটি ৩২ লাখটাকা।

আবার চলতি অর্থবছরে মৎস্য উপখাতে ১৭টি প্রকল্পে ৬২২ কোটি ৯৩ লাখটাকা বরাদ্দ হলেও জুলাইয়ে ব্যয় হয়েছে এককোটি ২৯ লাখ টাকা। বিগত ২০১৮-১৯ অর্থবছরে ১৯টি প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৪৪০ কোটি ৭২ লাখটাকার মধ্যে একই মাসে ব্যয় হয়েছিল ৭৪ কোটি ৩৯ লাখ টাকা। অন্যদিকে, চলতি অর্থবছরে প্রাণিসম্পদ উপখাতের ২০টি প্রকল্পে জন্য বরাদ্দ হয়েছে ৯৯৩ কোটি ৫৭ লাখ টাকা এবং জুলাইয়ে ব্যয় হয়েছে ৬ কোটি ২৬ লাখটাকা। ২০১৮-১৯ অর্থবছরে ১৬টি প্রকল্পে বরাদ্দকৃত ৩৫১ কোটি ৮০ নলাখটাকার মধ্যে একই মাসে ব্যয় হয়েছিল ১ কোটি ৫৭ লাখটাকা।

প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এডিপি-সভায় মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, বিএফডিসির চেয়ারম্যান দিলদার আহমদ, মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মোঃ রাশেদুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড ইয়াহিয়া মাহমুদ, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ডিজি নাথুরাম সরকারসহ প্রকল্পপরিচালকগণ অংশ নেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।