ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নেত্রকোণায় কর্মরত জয়দেব চৌধুরী

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বা‌চিত হ‌য়েছেন নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে নেত্রকোণারপুলিশ সুপার জয়দেব চৌধুরীসহ বাকি অফিসারদের হাতে ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

অনুষ্ঠানে  রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নেত্রকোণার দুর্গাপুরে কর্মরত শাহ শিবলী সাদিক, শ্রেষ্ঠ ইন্সপেক্টর মাহমুদুল ইসলাম, ওসি কোতয়ালি থানা ময়মনসিংহ, শ্রেষ্ঠ ইন্সপেক্টর (ডিবি) মো. শাহ কামাল আকন্দ পিপিএম, ওসি ডিবি ময়মনসিংহ, শ্রেষ্ঠ এসআই আক্রাম হোসেন, ডিবি ময়মনসিংহ, শ্রেষ্ঠ চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এসআই আ. জলিল, ডিবি ময়মনসিংহ, শ্রেষ্ঠ চৌকিদার মো. সুজন মিয়াকে পুরস্কৃত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ্ আবিদ হোসেন বিপিএম, নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন পিপিএম (বার) এসপি রেঞ্জ অফিস সৈয়দ হারুন অর রশীদ, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত এসপি (ক্রাইম) রেঞ্জ অফিস রওনক জাহান ,অতিরিক্তি এসপি (অপস্) রেঞ্জ অফিস একেএম মনিরুল ইসলামসহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।


নেত্রকোণা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,মাদক, সন্ত্রাস, জুয়া ও নারী-শিশু নির্যাতনসহ সমাজের নানারকম অপরাধ দমন করায় নেত্রকোণায় কর্মরত পুলিশ কর্মকর্তাকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।