শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের প্রথম সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোণা’র প্রথম সিন্ডিকেট সভা ১২ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকউল্লা খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এর পূর্বে সিন্ডিকেট সদস্যগণ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।


সভার শুরুতে সভাপতি সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।
সিন্ডিকেটের সদস্যগণ ১৫ আগস্ট কাল রাত্রিতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু, তার পরিবার, জাতীয় চার নেতাসহ সকল শহীদ ও ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন ৷

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, অনুবিভাগ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাজেট-১ মোঃ হাবিবুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মণ্ডুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ ইউসুফ আলী মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাহবুব আহসান খান, কাজী ফাৰ্মস এবং কাজী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।