
মাহমুদ সীমান্ত: অমর একুশে বইমেলা ২০১৯ কে সামনে রেখে প্রকাশিত হয়েছে দ্বিতীয় দশকের কবি সৈকত ধারা’র প্রথম কবিতার বই ‘মজ্জায় মেঘনীল’ প্রায় একযুুগ কবিতা চর্চার পর বাংলা কবিতায় তার অংশ গ্রহণ বিষয়ে নি:সংশয় হবেন অনেকেই গ্রন্থভুক্ত কবিতাগুলো পাঠশেষে। নবাগত একজন কবি হিসেবে তার কাব্যভাষা প্রাজ্ঞ এবং সাবলীল। মুুক্তক ছন্দে কবিতা গুলি সুপাঠ্যও বটে। মাত্র ২৪ পৃষ্টার সংক্ষিপ্ত বইটিতে মোট ১৮ টি কবিতা স্থান পেয়েছে। প্রিন্ট পোয়েট্র্রি থেকে প্রকাশিত বইটির প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। দাম রাখা হয়েছে ১০০ টাকা। পরিবেশক মেঘ, ১১ কনকর্র্ড,এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স ( বেইজমেন্ট) ২৫৩-৫৪ ড.কুদরাতি-ই-খুুদা সড়ক, কাঁটাবন, ঢাকা-১২০৫। অনলাইন পরিবেশক www.rokomari.com/printpoctry call. ০১৫১৯-৫২১৯৭১