দুর্নীতি ও অস্বচ্ছতা সহ্য করা হবে না -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাহাবুব আলম: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি ও অস্বচ্ছতা সহ্য করা হবে না। কেউ অনৈতিক তদবির নিয়ে এলেও তা প্রশ্রয় দেয়া হবে না।
সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিমন্ত্রী খসরু বলেন, যে বিশ্বাস রেখে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন, তা রক্ষায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পালন করবো। দেশকে সোনার বাংলায় প্রতিষ্ঠিত করতে তার সঙ্গে কাজ করে যাবো।
পরে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম , মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু সাইদ মো. রাশেদুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৭ জানুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু। একাত্তরের এই বীরসেনানী ২০০৮ সালের নির্বাচনেও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।