প্রকাশিত হয়েছে ছড়াকার সঞ্জয় সরকারের দ্বিতীয় ছড়াগ্রন্থ ‘ফাগুন দিনের আগুন ছড়া’

নিজস্ব প্রতিবেদক: ‘ও টুনি তোর হৃদয় কোণের/ একটুখানি অংশ দে/ নইলে আমি বিল উঠাবো/ তোর বিরুদ্ধে সংসদে’ অথবা ‘নৈনিতা/ আসোনা তো আগের মতো/ সকাল-বিকাল বই নিতা’– এমন আরও অসংখ্য জনপ্রিয় ছড়ার ছড়াকার সঞ্জয় সরকার। দীর্ঘদিন ধরে তিনি ছড়া লিখছেন। জাতীয় পত্র-পত্রিকা-ম্যাগাজিনে প্রায়শ তার ছড়া ছাপা হচ্ছে। তরুণ ছড়াকার হিসেবে দিনে দিনে জনপ্রিয় হয়ে ওঠছেন তিনি।
এবারের একুশে বইমেলা-২০১৯ কে সামনে রেখে প্রকাশিত হয়েছে সঞ্জয় সরকারের দ্বিতীয় ছড়াগ্রন্থ ‘ফাগুন দিনের আগুন ছড়া’। বিভাস প্রকাশনী থেকে প্রকাশিত বইটির ভূমিকা লিখেছেন জাপান প্রবাসী ছড়াকার প্রবীর বিকাশ সরকার। ভূমিকায় তিনি বলেন: ‘সঞ্জয়ের ছড়ার পটভূমিগুলো আমাদের চারপাশের বাস্তব চালচিত্র থেকে নেয়া। মানুষের চলমান জীবনযাপন, চিন্তাভাবনা, অভাব, অনটন, অন্যায়, অপরাধ, দুনীর্তি, অনিয়ম, রাজনৈতিক দাঙ্গা-হাঙ্গামা, অবক্ষয় ছাড়াও সমকালীন পরিবর্তনের চিত্রই ফুটে ওঠে তার ছড়ায়। এইসব সামাজিক অনুষঙ্গগুলোকে বিচিত্র রসে রঞ্জিত করা, হাস্যকর করে তোলা, ব্যঙ্গাত্মকরূপে আঁকার অদ্ভুত এক দক্ষতা সহজেই মনকে নাড়া দেয়। তার ছড়া পড়তে পড়তে হাসির যেমন উদ্রেক করে, তেমনি ভাবতেও ভালো লাগে। কোনো কোনো ছড়া অবচেতন মনকে ধাক্কা দেয় জোরেসারেই। আর এটাই হচ্ছে প্রকৃত ছড়াকারের কৃতিত্ব যে, পাঠককে নাড়া দেয়া, ধাক্কা দিয়ে জাগিয়ে তোলা। সঞ্জয় সরকার নিঃসন্দেহে একজন সত্যিকার একনিষ্ঠ ছড়াশিল্পী। ছন্দ, লয়, তাল সম্পর্কেও তার অনুভুতি নিখুঁত বলে আমার বিশ্বাস।’
‘ফাগুন দিনের আগুন ছড়া’র প্রচ্ছদ এঁকেছেন বিশিষ্ট প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। চার ফর্মায় অফসেট কাগজে মূদ্রিত বইটির দাম ধরা হয়েছে ২শ টাকা। বইটিতে ছড়াকারের মোট ৬০টি ছড়া রয়েছে।
প্রসঙ্গত, সঞ্জয় সরকার একাধারে একজন ছড়াকার, সাংবাদিক এবং লোকসাহিত্য গবেষক। প্রায় দুইযুগ ধরে তিনি লেখালেখি করছেন। ইতিপূর্বে তাঁর আরও তিনটি বই প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে ১. জানতো কে আর তুই যে হবি সোনামুখি সুঁই(ছড়া), ২. নেত্রকোনার লোক-লোকান্তর (ফিচার), ৩. নেত্রকোনার লোকসাহিত্য ও সংস্কৃতি (লোকসাহিত্য)। ‘পরী ও তার গুড্ডু’ নামে আরও একটি শিশুতোষ গল্পের বই প্রকাশের অপেক্ষায় রয়েছে।
ছড়া সাহিত্যে ২০১৭ সালে তিনি জলসিঁড়ি সম্মাননা পেয়েছেন। এছাড়া লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে পেয়েছেন রশিদ উদ্দিন পুরস্কার-২০১৭।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।