
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় পাকা রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা (২২) মহিলা লাশ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপান্তরকে বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়রা সড়কের উপর এক নারীর মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে জানালে, ওই স্থান থেকে অজ্ঞাতনামা এক মহিলা (২২) মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে বা সকালের যেকোনো সময় ট্রাক চাপায় ওই মহিলার মৃত্যু হয়ে থাকতে পারে। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।