
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে ওই মাইক্রোবাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেলেও অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন চালক ও পাঁচ যাত্রী। গত রোববার সন্ধ্যায় নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে পূর্বধলার জালশুকা এলাকায় একটি ফিলিং স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
মাইক্রোবাসটির চালক মাহবুব আলম জানান, গত রোববার তিনি মাইক্রোবাসটিতে করে ঢাকা থেকে দুই নারীসহ পাঁচজন যাত্রী নিয়ে নেত্রকোণার উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যায় দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে পূর্বধলার জালশুকা এলাকায় একটি ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে আকস্মিকভাবে ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় গাড়িটির চালক দ্রুত গাড়ি থামিয়ে যাত্রীদেরকে নামিয়ে ফেলেন। মূহুর্তের মধ্যে গাড়িতে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুনের শিখায় মাইক্রোবাসটি সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে যায়।
এ ব্যাপারে মাইক্রোবাসের চালক মাহবুব আলম পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মাইক্রোবাসের মালিক নেত্রকোণা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হেলিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি চালকের কাছ থেকে শুনেছি। কি কারণে গাড়ি হঠাৎ করে আগুনে পুড়ে গেল তা খতিয়ে দেখতে শ্যমগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে জিডি করা হয়েছে।