
বিশেষ প্রতিনিধি: রবিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন.জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার,দফতর সম্পাদক মাজহারুল ইসলাম,আওয়ামী লীগ নেতা অধ্যাপক ওমর ফারুক,জেলা যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকির,যুবলীগ নেতা তুহিন খান,জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ খান অভ্র,জেলা ছাত্রলীগের সম্পাদক দেওয়ান জনি প্রমূখ।
নেত্রকোণা ২ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী আশরাফ আলী খান খসরু এমপিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। রোববার বিকেলে তাঁকে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে শপথ নেয়ার জন্য ডাকা হয়েছে। তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
এদিকে মন্ত্রিসভার টেকনোক্র্যাট শাখায় ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করা নেত্রকোণার মোস্তাফা জব্বার ও স্বপদে পদে বহাল থেকে শপথ নিচ্ছেন সোমবার। মোস্তাফা জব্বার খালিয়াজুরি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মরহুম আব্দুল জব্বারের পাঁচ সন্তানের মধ্যে সবার বড়। তাঁর ছোট ভাই কিবরিয়া জব্বার খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গেলো সময়ে বেশ কয়েকটি ব্রীজ নির্মাণ,রাস্থাঘাটের ব্যাপক উন্নয়ন,পল্লী বিদ্যুতের সংযোগ, শিক্ষা প্রতিষ্টানের সংস্কার,নতুন ভবন ও প্রতিষ্টাসহ নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়নের ফলাফল স্বরূপ জেলার সর্বোচ্চো ভোট পেয়ে নির্বাচিত হন নেত্রকোণা-২ (সদর- বারহাট্রা) আসনে আওয়ামী লীগের আশরাফ আলী খান খসরু। আশরাফ আলী খানের বাবা প্রয়াত নুরুল ইসলাম খান (এন আই খান) মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি নেত্রকোণা পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তাঁর মা হেনা ইসলাম নেত্রকোণা নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। আশরাফ আলী মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১১ নম্বর সেক্টরে টাইগার কোম্পানির প্লাটুন কমান্ডার হিসেবে নেত্রকোণার বিভিন্ন রঙ্গাণেযুদ্ধ করেন। মাধ্যমিক স্কুল থেকেই ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি আশরাফ আলী খান বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এর আগেও কমিটির ওই পদে ছিলেন।
নেত্রকোণা রিটার্নিং কর্মকর্তা মঈনউল ইসলাম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশরাফ আলী খান খসরু ২ লাখ ৮৩ হাজার ১৮০ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির আনোয়ারুল হক পান ৩০ হাজার ৩৭০ ভোট।
দুই বারের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এর আগে ২০০৮ সালে এই আসনে বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন খানকে ৮৬ হাজার ভোটে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এই আসনটিতে এতো বড় ব্যাবধানে প্রতিদ্বন্ধিকে হারানোর রেকর্ড তাঁরই ছিল। এবার ২ লাখ ৫২ হাজার ৮১০ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্ধিকে হারিয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন।
আশরাফ আলী খান মুঠোফোনে বলেন, ‘এটা আমার নয়, সমগ্র জেলাবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়নমুখি নেত্রকোণাবাসীকে এমন একটি খুশির খবর দিলেন। আমি যেন নিষ্ঠা ও সততার সঙ্গে ওই পদের দায়িত্ব পালন করতে পারি তা দোয়া করবেন।’
নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম ভূমিকা পালন করবেন আমাদের এই দুই মুক্তিযোদ্ধা মোস্তফা জব্বার ও আশরাফ আলী খান। তাঁদের মন্ত্রী করায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগসহ গোটা জেলার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’
নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান বলেন, ‘অসাম্প্রদায়িক নেত্রকোণায় দুই জন মন্ত্রী পেয়ে আমরা আবেগাপ্লত, কৃতজ্ঞ। লোকায়ত শিল্প সংরক্ষণে তাঁরা উভয়েই গুরুত্বপূর্ণ ভূমিকাসহ অঞ্চলভিত্তিক বাজেট প্রণয়নে ভূমিকা রাখবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরুকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোণার মুক্তিযুদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।