নেত্রকোণা-১: আসনের এমপি মানু মজুমদারকে মন্ত্রীর দাবিতে মানববন্ধন

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে নবনির্বাচিত এমপি জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মানু মজুমদারকে একাদশ মন্ত্রী পরিষদের যেকোন দপ্তরে পূর্ন মন্ত্রী হিসেবে ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান এবং উপজেলা পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
রোববার সকাল ১১টায় দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি ও মুক্তি সমবায় সমিতির উদ্যোগে ও আয়োজনে এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক ও সামাজিক,সাংস্কৃতিক সংগঠন,সুসং সরকারী কলেজ,দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান।
মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক আজিজুল ইসলাম রতনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা.লীগের সহ-সভাপতি আলী আজগর,সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার,মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,সুসং সরকারী কলেজের প্রভাষক ড.আব্দুর রাশিদ,মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ফারুক আহমেদ তালুকদার,উপজেলা মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম জীবন,যুগ্ন-আহবায়ক হুমায়ন কবীর,মুক্তি সমবায় সমিতির সভাপতি ওবায়দুল,সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন,উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবু সায়িদ,ডাঃ ওয়াসিম উদ্দিন, শিক্ষক নেতা আঃ হান্নান,ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ মাসুদ,মোকসেদুল,আব্দুস ছাত্তার,ছাত্রলীগ নেতা ফারুক,কলমাকান্দা যুব মহিলা লীগ সভাপতি শরিফা আক্তার সাথী,কলমাকান্দা যুবলীগ নেতা যুবরাজ খান সেলিম প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।