নেত্রকোণায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরন ও শীতবস্ত্র বিতরন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় প্রতিবন্ধি শিশুদের মাঝে নতুন বছরে বই ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধি বিদ্যালয়ের ৭৫ জন প্রতিবন্ধি শিশুদের মাঝে বই ও কম্বল বিতরন করা হয়।

প্রতিবন্ধি শিশুদের হাতে বই ও কম্বল তুলে দিয়ে বই ও শীতবস্ত্র বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

নেত্রকোণা সদর উপজেলার মদনপুর সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধি বিদ্যালয়ের উদ্যেগে বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মঈনউল ইসলাম,মদনপুর ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ,জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ভজন দাস এবং অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিবন্ধি হাবিবুর রহমান। পরে বিদ্যালয়ের বাক ও শারীরিক প্রতিবন্ধি ৭৫ জন শিশুদের মাঝে নতুন বই ও শীতবস্ত্র বিতরন করেন অতিথিবৃন্দরা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।