
বিশেষ প্রতিনিধি: জনপ্রশাসন মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম এমপির অকাল মৃত্যুতে শনিবার নেত্রকোণার নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন নেত্রকোণা-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মানু মজুমদার, নেত্রকোণা-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, নেত্রকোণা-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নেত্রকোণা-৪ আসনের এমপি রেবেকা মমিন, নেত্রকোণা-৫ আসনের এমপি ও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতিক, নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, নেত্রকোণা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান কেন্দ্রীয় স্বোচ্ছাসেবক লীগ নেতা শাহ মো. ফখরুল ইসলাম ফিরোজ, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম,খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সোয়েব সিদ্দিকী,কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য শফিক আহমেদ বাবু গভীর শোক প্রকাশ করেছেন।