
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণার উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানুষের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে সৈয়দ আশরাফুল ইসলামের সাহসী অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি ছিলেন শুদ্ধ রাজনীতির আদর্শরূপ; মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অনন্য সৈনিক। তাঁর মৃত্যুতে জাতি একজন সৎ, ত্যাগী ও দূরদর্শী রাজনীতিবিদ হারালো। এই শূন্যতা জাতীয় জীবনের পথচলায় সব সময়ই অনুভব হবে।’ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সৈয়দ আশরাফুল ইসলামের শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।