খালিয়াজুরীতে স্কুল ছাত্র দীপু হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরীতে স্কুল ছাত্র দীপু হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে আজ বৃহষ্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দীপুর শিক্ষক, অভিভাবক ও সহপাঠিরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা জানান, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র দীপুকে ২৫ ডিসেম্বর রাতে দুবৃর্ত্তরা নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর ১৮ জনকে আসামী করে নিহত দীপুর বাবার মন্টু সরকার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত দীপুর বাবা মন্টু সরকার, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস, যুবলীগ নেতা আরিফুল ইসলাম ফালাক, বিদ্যালয়েঢর শিক্ষক শফিকুর রহমানসহ দীপুর সহপাঠিরা।
এসময় নিহত শির্ক্ষাথীর বাবা মন্টু সরকার, ছেলে হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।