নেত্রকোণায় পাঠ্যপুস্তক উৎসব: শিশুদের হাতে ৩২ লক্ষ নতুন বই

বিশেষ প্রতিনিধি: সারাদেশের মতো নেত্রকোণা জেলাতেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বছরের প্রথম দিনেই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে নেত্রকোণা সদর উপজেলায় বাহিরচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক মঈনউল ইসলাম শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে নেত্রকোণায় বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনসুর রহমানে সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

জেলা শিক্ষাঅফিস সূত্র জানায়, নেত্রকোণার ২ হাজার ৫৪৫ টি প্রাথমিক ও প্রায় ৪শত মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি বিদ্যালয়ে একযোগে মোট ৩লক্ষ ৮৬হাজার ৭৪২ টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে এবং প্রায় ৪ শত মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি বিদ্যালয়ে একযোগে মাট ৩১ লক্ষ ৯৫ হাজার ৬৬৫ টি বই শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।