নেত্রকোণা-৫ আসনে বেলাল এর হ্যাটট্রিক জয়: মন্ত্রী হিসেবে দেখতে চান সমর্থকরা

বিশেষ প্রতিনিধি: শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা, পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান,গ্রামীণ রাস্তাঘাট সংস্কারসহ এলাকায় ব্যাপক উন্নয়নের ফলাফল স্বরূপ হ্যাটটিক জয় পেলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) এর আওয়ামীলীগের প্রার্থী ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)। তাঁর এই হ্যাটট্রিক জয়ে এলাকার সমর্থকসহ দলীয় নেতাকর্মীগণ একাদশ জাতীয় সংসদে মন্ত্রী সভার সদস্য হিসেবে দেখতে চান।
রবিবার রাত ৯ টার দিকে নেত্রকোণার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) ১ লাখ ৬৬ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির আবু তাহের তালুকদার পান ১৫ হাজার ৬৩৮ ভোট।
তিনি এর আগে দুইবার এই আসন থেকে নির্বাচিত হওয়ায় এবার তিনি টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।